
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ দশমিক ১৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১০০ বারে ৭ লাখ ৩৬ হাজার ১৯০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ফাস ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৬ বারে ৮১ হাজার ১১০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সামিট পাওয়ার অ্যালায়েন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৫৫৩ বারে ২৬ লাখ ৬৮ হাজার ৪৮৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৩৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৯.৫৯ শতাংশ, বাংলাদেশ ওয়েলডিংয়ের ৯.২৪ শতাংশ, ডিবিএইচ ফাইন্যান্সের ৯.০১ শতাংশ,শাহজিবাজার পাওয়ারের ৮.৯২ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৭.৬৯ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৭.৫৮ শতাংশ ও প্রাইম ফাইন্যান্সের ৭.১৪ শতাংশ দর কমেছে।
এসকেএস