ঢাকা-৭ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক জবি ছাত্রদল নেতা হামিদুর রহমান
সানবিডি২৪ প্রতিবেদক আপডেট: ২০২৫-১২-০৪ ১৯:০৮:৫০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে ঢাকা-৭ আসনে দলের মনোনয়ন পেয়েছেন পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (সাবেক জগন্নাথ কলেজ) ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
হামিদুর রহমান হামিদ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সভাপতি ছিলেন। তিনি তৎকালীন জগন্নাথ কলেজের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। স্কুলজীবন থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে নিজেকে যুক্ত করেন। তার নেতৃত্বের অন্যতম মাইলফলক ছিল জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আন্দোলনে অসামান্য ভূমিকা পালন করা। তার সময়ের ছাত্রনেতাদের অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ ২০০৫ সালের ২০শে অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জগন্নাথ কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে সুসংগঠিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং অদ্যাবধি এর পৃষ্ঠপোষকতা করে আসছেন।
রাজনৈতিক পদবীর বাইরেও নিজ এলাকায় মানুষের সেবায় নিবেদিত এক সমাজসেবক, দানবীর ও ন্যায়প্রিয় নেতা হিসেবে বেশ পরিচিত হামিদুর রহমান।
হামিদুর রহমান বলেন, মানুষের পাশে থাকা আমার জীবনের মূল অঙ্গীকার। ঢাকা-৭ আসনের মানুষের জন্য সেবা, সহমর্মিতা ও আস্থা—সবকিছুই আমার কাছে অগ্রাধিকার পাবে।
এর আগে ঢাকার ১৩ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। তারা হলেন ঢাকা-১ আসনে খন্দকার আবু আশফাক, ঢাকা-২ আমানউল্লাহ আমান, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ তানভীর আহমেদ রবিন, ঢাকা-৫ নবীউল্লাহ নবী, ঢাকা-৬ ইশরাক হোসেন, ঢাকা-৮ মির্জা আব্বাস, ঢাকা-১১ এম কাইয়ুম, ঢাকা-১২ সাইফুল আলম নীরব, ঢাকা-১৪ সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৫ শফিকুল ইসলাম খান, ঢাকা-১৬ আমিনুল হক এবং ঢাকা-১৯ আসনে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। আজ ঢাকার আরো চার আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন ঢাকা-৭ আসনে হামিদুর রহমান, ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম, ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেন।
বিএইচ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













