লন্ডন নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

আপডেট: ২০২৫-১২-০৫ ১১:৫৫:২৫


রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা লন্ডনে করার জন্য আজ শুক্রবার কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নেওয়া হতে পারে।

গতকাল বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন পৃথক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় আসছেন বলে জানিয়েছে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র।

তিনি বাংলাদেশ সময় গতকাল রাত ১২টায় লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। আজ শুক্রবার সকাল ৯.৩৫টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর নামার কথা রয়েছে। তিনি খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সেই লন্ডন ফিরে যাবেন বলে জানা গেছে। গতকাল বিকেল ৩টার পর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে বলেন, ‘কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স শিগগিরই এখানে (ঢাকায়) এসে পৌঁছাবে।

কাল (আজ শুক্রবার) খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স লন্ডন যাত্রা করবে।’ তবে গতকাল সন্ধ্যার পর দলটির মিডিয়া উইং জানিয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সে কিছু টেকনিক্যাল (কারিগরি) সমস্যা দেখা দিয়েছে। এ কারণে এর যাত্রা বিলম্বিত হবে।

এর আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আলোকে যদি সবকিছু ঠিক থাকে, কাতার রয়েল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে উনাকে শুক্রবার ইনশাআল্লাহ যুক্তরাজ্যে অর্থাৎ লন্ডনে একটি নির্ধারিত হাসপাতাল ঠিক করেছি, সেখানে আমরা উনাকে নিয়ে যাব।

ডা. জাহিদ বলেন, ‘উনার (খালেদা জিয়া) যাওয়ার সময় বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে বেশ কয়েকজন চিকিৎসক এবং বাইরের দুজন চিকিৎসক সঙ্গে থাকবেন, যাতে যাত্রাপথে কোনো ধরনের প্রতিকূলতার মধ্যেও সুষ্ঠুভাবে বিমানে চিকিৎসা দেওয়া যায়। সেই লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করে দেশের বাইরে নিয়ে যাব।’

তিনি বলেন, ‘আমরা দেশবাসীসহ দেশের বাইরে হাজার-লাখো মানুষের কাছে দোয়া চাই। যাঁরা দেশনেত্রীর সুস্থতায় দোয়া করেছেন, সে জন্য আমরা কৃতজ্ঞ। আপনাদের এই দোয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলবে।

এনজে