দৌলতপুরে কৃষককে গুলি করে হত্যা, আহত ২

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-১২-০৫ ১০:১০:৫৯


কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে রফি মন্ডল (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন- ইউসুফ আলী (৫৫) ও রবজেল ফরাজি (৫২) নামে দুজন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পঁচাভিটা গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় তিনি চায়ের দোকানে বসে ছিলেন।

নিহত রফি মন্ডল পঁচাভিটা গ্রামের মোতালেব মন্ডলের ছেলে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে গ্রামের একটি চায়ের দোকানে বসে ছিলেন রফি মন্ডল। এ সময় দুই মোটরসাইকেলে মুখোশধারী চারজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই মারা যান রফি মন্ডল। আর একই সময় গুলিতে আহত হন ইউসুফ ও রবজেল।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, ‘মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা এ হামলা চালায়। কারা এবং কেন এই হামলা চালিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত চলছে।’ বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

এনজে