তীব্র শীতে স্থবির পঞ্চগড়ের জনজীবন

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-১২-০৬ ০৯:৩০:২৩


হিমালয়ের নিকটবর্তী জেলা পঞ্চগড়ের জনজীবন তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে এই জেলার তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে স্থির থাকলেও আজ শনিবার সকালে তাপমাত্রা আরো কমে শীত বেশি অনুভূত হচ্ছে। ফলে বিপাকে পড়েছেন খেটেখাওয়া মানুষজন। প্রচণ্ড ঠাণ্ডার কারণে তারা কাজের জন্য বাইরে বের হতে পারছেন না।

সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, টানা কয়েক দিন তেঁতুলিয়ায় তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে ছিল। আজ তা নেমে ১১ ডিগ্রিতে এসেছে। ডিসেম্বরের শুরুতেই এই অবস্থা এর মানে সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।

এনজে