সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে জিলবাংলা সুগার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১২-০৬ ১০:৩৫:০৪


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জিলবাংলা সুগার মিলস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৬০ দশমিক ৩২ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৩২.১০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা  বিডি থাই ফুডের শেয়ার দর বেড়েছে ৫৭ দশমিক ৫৫ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৬.৭০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ার দর বেড়েছে ২৪ দশমিক ০৪ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১২.৯০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–স্ট্যান্ডার্ড সিরামিকস ইন্ডাস্ট্রিজের ১৭.৬৬ শতাংশ, কাট্টালী টেক্সটাইলের ১৭.৩১ শতাংশ, খুলনা পাওয়ারের ১৩.৪১ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ১২.৫০ শতাংশ, শেপার্ড ইন্ডাস্ট্রিজের ১২.১৭ শতাংশ, ডিবিএইচআইএসটি মিউচুয়াল ফান্ডের ১০.৭১ শতাংশ এবং তাল্লু স্পিনিংয়ের ৯.৮০ শতাংশ দর বেড়েছে।

 

 

এসকেএস