সাপ্তাহিক দর পতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১২-০৬ ১০:৪৩:৪১


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ৪০ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল .৬৬ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর কমেছে ৩৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল .৬১ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর কমেছে ৩৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল .৬২ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- পিপলস লিজিংয়ের ৩৬.৬৭ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৩৫.৭১ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের ৩৩.৩৩ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৩০.৪৩ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ২৯.০০ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ২৭.৭৮ শতাংশ এবং টুংহাই নিটিংয়ের ২১.০৫ শতাংশ দর কমেছে।

 

এসকেএস