ভারতের মুর্শিদাবাদে আজ বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৫-১২-০৬ ১২:১৪:৫১

বহুল আলোচিত অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর ভারতের উত্তর প্রদেশের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় আজ (শনিবার) একই নামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টায় ভিত্তিপ্রস্তর স্থাপনের এ অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলায় প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
কলকাতা হাইকোর্ট এ ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনোভাবেই সাম্প্রদায়িক উত্তেজনা না ছড়ায় এ জন্য, পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিয়েছেন।
৩৩ বছর আগে এই দিনেই (৬ ডিসেম্বর) ধ্বংস করা হয় অযোধ্যার বাবরি মসজিদ।
বহিষ্কৃত এমএলএ হুমায়ুন কবীর শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, আগামীকাল (শনিবার) রেজিনগরে প্রস্তাবিত ‘বাবরি মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষ অংশ নেবেন। এ অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজ্য পুলিশের সহযোগিতা কামনা করেছেন তিনি। মসজিদ তৈরি করতে তিন বছর সময় লাগবে।
আর এর অর্থ ধর্মপ্রাণ মুসলমানরা জোগাবেন বলে জানিয়েছেন তিনি।
ডেপুটি সলিসিটর জেনারেল রাজদীপ মজুমদার বলেছেন, সিআইএসএফের ১৯টি কম্পানি ইতিমধ্যে এই অঞ্চলে উপস্থিত রয়েছে। কর্মকর্তাদের মতে, শুক্রবার সন্ধ্যা থেকে র্যাফের ইউনিট সহ ৩৫০০ জনের একটি দল রেজিনগর এবং আশেপাশের অঞ্চলে মোতায়েন রয়েছে। ১২ নম্বর জাতীয় সড়কের সুরক্ষার জন্য বিএসএফের দুটি কম্পানি প্রস্তুত রাখা হয়েছে।
বেলডাঙা ব্লক-১-এ বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে স্থগিতাদেশের দাবিতে কলকাতা হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়। আবেদনে অভিযোগ করা হয়, ‘অনুষ্ঠানকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে এবং হুমায়ুন কবিরের ‘উসকানিমূলক’মন্তব্য পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ এই বিষয়ে দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে বলেছেন, রাজ্য সরকারকে তাদের অবস্থান অনুযায়ী কাজ করতে হবে। মুর্শিদাবাদে আইন-শৃঙ্খলা কঠোরভাবে বজায় রাখতে হবে এবং নাগরিকদের জীবন ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙা হয়।
সুপ্রিম কোর্টের রায়ের পর সেখানে রাম মন্দির নির্মাণ করা হয়েছে। এই ঘটনায় কলকাতা হাইকোর্টে মামলাও হয়। হুমায়ুনের এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হওয়ার আট মাস আগে ওয়াক্ফ (সংশোধনী) আইনের প্রতিবাদে এই মুর্শিদাবাদেই ছড়িয়ে পড়েছিল সাম্প্রদায়িক সহিংসতা।
সূত্র : দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













