ইমামরা সমাজের চিন্তা-চেতনার পথপ্রদর্শক: হারুন আল মাদানী

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-১২-০৬ ১৫:৫২:২৩


লক্ষ্মীপুরের টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা হারুন আল মাদানী বলেছেন, ইমামরা সমাজের চিন্তা ও চেতনার পথপ্রদর্শক। ন্যায়, সততা, সত্য এবং সুন্নাহভিত্তিক আদর্শ চরিত্র গঠনে তাঁদের ভূমিকা অপরিহার্য।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় রামগঞ্জ মোহাম্মদীয়া হোটেল অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত ন্যায় ও কল্যাণকর সমাজ গঠনে ইমামদের ভূমিকা ও করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল-আসর ফাউন্ডেশনের সভাপতি শায়খ ফজলে এলাহী আজলাল। এছাড়া মোহাম্মদ আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও মদিনাতুল উলূম কামিল মাদ্রাসার মুহাদ্দিস শরীফ উল্যাহ।

এসময় হারুন আল মাদানী দাওয়াতি কাজকে আরও সময়োপযোগী করার আহ্বান জানান।

প্রধান বক্তা শায়খ ফজলে এলাহী আজলাল বলেন, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করাই ইমামদের মূল দায়িত্ব। সমাজে বিভ্রান্তি, অন্যায় ও অবক্ষয় রোধে ইমামদের আত্মশুদ্ধি, জ্ঞানচর্চা ও মাঠপর্যায়ের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে হবে।

সভায় আদর্শ চরিত্র ও আমল, জ্ঞান ও দাওয়াত, সামাজিক নেতৃত্ব, ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায়ের বিরোধিতা, যুবসমাজকে সচেতন করা, পারিবারিক বন্ধন শক্তিশালী করা এবং ইমামদের জন্য বিশেষ প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। আলোচনা শেষে সভার কার্যক্রম সম্পন্ন হয়।

‘মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন ও মানবতার কল্যাণে’ এই স্লোগানকে সামনে রেখে আল-আসর ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় উপজেলার প্রায় দেড় শতাধিক ইমাম অংশগ্রহণ করেন।

বিএইচ