সারাহ কুক

২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে পণ্য রফতানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

আপডেট: ২০২৫-১২-০৭ ২১:৫০:৪৫


২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে পণ্য রফতানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বহুজাতিক ব্যাংক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) এক্সপোর্ট এক্সিল্যান্স অ্যাওয়ার্ড ২০২৫ এ বিশেষ অতিথির বক্তব্যে এসব তথ্য জানান তিনি।

এসময় তিনি আরও বলেন, ২০২৯ সালের পর তৈরি পোশাকসহ ৯২% পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। যা বাংলাদেশের পণ্য রফতানি বৈচিত্র্য আনতে ভূমিকা রাখবে।

সারাহ কুক বলেন, এটি প্রমাণ করে যুক্তরাজ্য দীর্ঘমেয়াদে বাংলাদেশের সাথে বাণিজ্যের পরিধি বাড়ানোর কথা ভাবছে।

বিএইচ