একদিনেই কেজিতে ৪০ টাকা কমেছে পেঁয়াজের দাম

সানবিডি২৪ প্রতিবেদক আপডেট: ২০২৫-১২-০৮ ০৯:০৩:৪০


ভারত থেকে পেঁয়াজ আমদানি খবরে কমেছে পেঁয়াজের দাম। দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে পেঁয়াজের দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমেছে।

রবিবার খাতুনগঞ্জে পেঁয়াজ বিক্রি হয় ৯০ থেকে ১০০ টাকায়। অথচ একদিন আগে শনিবার প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয় ১২০ টাকা থেকে ১৩০ টাকায়।

এ বিষয়ে ব্যবসায়ীরা বলছেন, বাজারে নতুন পেঁয়াজ আসার পাশাপাশি ভারত থেকে আইপি (আমদানি অনুমতি) অনুমোদনে সরকারের ঘোষণার প্রভাব পড়েছে বাজারে। ভারতীয় পেঁয়াজ বাজারে এলে দাম আরও কমে আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

খাতুনগঞ্জের হামিদ উল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও আড়তদার মোহাম্মদ ইদ্রিস বলেন, ‘বাজারে দেশি পেঁয়াজ শেষের দিকে। এ কারণে দাম কিছুটা বেড়েছে। রবিবার খাতুনগঞ্জে ৯০ টাকা থেকে ১০০ টাকা কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে। অথচ আগের দিন শনিবার এর আগে শুক্র ও বৃহস্পতিবার প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় ১২০ টাকা থেকে ১৩০ টাকায়। ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে একদিনেই কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা করে কমেছে।

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে উৎপাদিত পেঁয়াজ দিয়ে আগে ৭ মাসের মতো জোগান দেওয়া যেত। বর্তমানে দেশে পেঁয়াজ উৎপাদন বেড়েছে। বলা যায়, এ বছরের পুরোটাই দেশি পেঁয়াজের ওপর নির্ভরশীল ছিল দেশের মানুষ। বাজারে সরবরাহ ছিল স্বাভাবিক। এ কারণে দাম বাড়েনি। এরই মধ্যে দেশে মুড়িকাটা পেঁয়াজ কৃষকরা ক্ষেত থেকে তুলতে শুরু করেছে। কিছু কিছু পেঁয়াজ বাজারে আসছে। আগামী ৭-১০ দিন পর ব্যাপক আকারে বাজারে আসবে মুড়িকাটা পেঁয়াজ। তখন দাম আরও কমে আসবে।’

এদিকে, পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমলেও এর প্রভাব পড়েনি খুচরা বাজারে। খুচরা বাজারে এখনও ১৩০ টাকা থেকে ১৪০ টাকায় প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে।

এনজে