যুদ্ধবিরতির পর ইসরায়েলি আগ্রাসনে ৩৭৩ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৫-১২-০৮ ০৯:৩১:৪২

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৩৭৩ জন নিহত হয়েছেন।
গাজা ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানায়।
এ ঘটনায় আরও ৯৭০ জন আহত হয়েছেন।
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় গাজার হাসপাতালগুলোতে ৬ জন নিহতের মরদেহ ও ১৭ জন আহত ব্যক্তিকে গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ হাজার ৩৬০ জনে, আর আহতের সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৪৭ জনে পৌঁছেছে।
এছাড়া, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকলেও গাজায় প্রয়োজনীয় ওষুধের ৫০ শতাংশের বেশি এখনো মজুত নেই, যা স্বাস্থ্যসেবাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













