যুদ্ধবিরতির পর ইসরায়েলি আগ্রাসনে ৩৭৩ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৫-১২-০৮ ০৯:৩১:৪২


যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৩৭৩ জন নিহত হয়েছেন।

গাজা ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানায়।

এ ঘটনায় আরও ৯৭০ জন আহত হয়েছেন।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় গাজার হাসপাতালগুলোতে ৬ জন নিহতের মরদেহ ও ১৭ জন আহত ব্যক্তিকে গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ হাজার ৩৬০ জনে, আর আহতের সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৪৭ জনে পৌঁছেছে।

এছাড়া, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকলেও গাজায় প্রয়োজনীয় ওষুধের ৫০ শতাংশের বেশি এখনো মজুত নেই, যা স্বাস্থ্যসেবাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

এনজে