সরকার ফেসবুক বন্ধ করবে না বলে জানিয়ছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, ফেসবুক বন্ধ করার কোনো প্রশ্নই আসে না। মঙ্গলবার এ সংক্রান্ত একটি জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এর আগে গতকাল সোমবার ফেসবুক বন্ধের সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি এক চিঠিতে জানিয়েছিলেন, প্রতিদিন মধ্যরাতে ছয় ঘণ্টা ফেসবুক বন্ধ রাখার বিষয়ে সরকার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্যও তিনি অনুরোধ জানিয়েছিলেন।