ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন সম্পন্ন করতে হবে: ড. হেলাল

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-১২-০৮ ১৯:২৪:০১


বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা–৮ আসনের নির্বাচনী প্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন রোডম্যাপ ঘোষণা করেছে, সে অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন সম্পন্ন করতে হবে। নির্বাচন নিয়ে টালবাহানা বা ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা–৮ আসনের পল্টন থেকে মগবাজার অভিমুখে প্রচার মিছিল পূর্বক বায়তুল মোকাররম উত্তর গেইটে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হেলাল উদ্দিন বলেন, অতীতের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ভরাডুবির পর একটি দল এখন জাতীয় নির্বাচনে নিশ্চিত পরাজয়ের আতঙ্কে ভুগছে এবং এ কারণে নির্বাচন পেছাতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তিনি বলেন, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে রাষ্ট্রীয় প্রক্রিয়া থেমে থাকতে পারে না।

“দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি জনসমর্থনের গণজোয়ার দেখে একটি পক্ষ বেসামাল হয়ে পড়েছে,”— বলে মন্তব্য করেন তিনি।

ড. হেলাল উদ্দিন দাবি করেন, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে দেশ দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত হবে। তাঁর ভাষায়, জামায়াতে ইসলামী একটি নিরাপদ, বাসযোগ্য এবং মানবিক বাংলাদেশ গড়তে চায়, যেখানে দুর্নীতি ও দখলদারিত্বের রাজনীতি থাকবে না।

“নতুন বাংলাদেশ গড়ার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি—এগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থান আপোষহীন,” বলেন তিনি।

ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী কখনো ধর্মের ব্যবসা করে না এবং ধর্মকে প্রতারণার হাতিয়ার বানায় না। যারা নির্বাচনের সময় ধর্মীয় প্রতীক ব্যবহার করে মানুষের অনুভূতি নিয়ে রাজনীতি করে, প্রকৃতপক্ষে তারাই ধর্মকে রাজনৈতিক পণ্য বানায় বলে মন্তব্য করেন তিনি।

এক বিএনপি নেতার বক্তব্যের প্রতিক্রিয়ায় ড. হেলাল উদ্দিন বলেন, “যারা ক্ষমতাসীনদের সঙ্গে আঁতাত করে ব্যক্তিস্বার্থ হাসিল করেছে, তাদের জন্যই আগের সরকার সুবিধাজনক ছিল।”

তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা কখনো ব্যক্তিস্বার্থকে দলের স্বার্থের ওপরে স্থান দেয়নি এবং আপোষহীন আন্দোলনের ইতিহাস তাদের রয়েছে।

ভোট ডাকাতির অভিযোগ তুলে ড. হেলাল বলেন, অতীতে যারা অবৈধভাবে সংসদ সদস্য হয়েছে, জনগণ আর তাদের সেই সুযোগ দেবে না। তিনি সবাইকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের পথে এগিয়ে আসার আহ্বান জানান।

পথসভায় সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ শামছুর রহমান বলেন, একটি অংশ আওয়ামী লীগের মতো পাতানো নির্বাচন দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। জনগণ আর কোনো স্বৈরাচারী মানসিকতা মেনে নেবে না বলে তিনি মন্তব্য করেন।

পথসভা শেষে নেতাকর্মীরা একটি বিশাল প্রচার মিছিল নিয়ে বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে পল্টন, বিজয়নগর, কাকরাইল, শান্তিনগর হয়ে মগবাজার অভিমুখে যাত্রা করে।

এসময় উপস্থিত ছিলেন মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান, মুহাম্মদ শরিফুল ইসলাম, সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, শাহবাগ পূর্ব থানা আমীর আহসান হাবীব, মতিঝিল দক্ষিণ থানা আমীর মাওলানা মোতাছিম বিল্লাহ, শাহজাহানপুর পশ্চিম থানা আমীর মো. সরোয়ার হোসেনসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

বিএইচ