
জুলাই আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়া বহুল আলোচিত রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে আজ মঙ্গলবার সাক্ষ্য দেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
প্রসিকিউশন জানিয়েছে তিনি মামলার ২২ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেবেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ সকাল থেকে সাক্ষ্যগ্রহণ শুরু করবে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ ও জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আবু সাঈদ হত্যা মামলায় মোট ৩০ জনকে অভিযুক্ত করা হয়েছে, যাদের মধ্যে ছয়জন বর্তমানে গ্রেপ্তার আছেন। তারা হলেন— এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।
বেশ কয়েক ধাপে এ মামলার সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। সর্বশেষ ২৭ নভেম্বর ২১ নম্বর সাক্ষীর জেরা শেষে পরবর্তী দিনের সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়।
২৮ আগস্ট আবু সাঈদের বাবা মকবুল হোসেনের সাক্ষ্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। একই দিনে একজন সাংবাদিকও সাক্ষ্য দেন। মোট ৬২ জন সাক্ষীকে এ মামলায় তালিকাভুক্ত করা হয়েছে।
এর আগে ৩০ আসামির বিরুদ্ধে ফর্মাল চার্জ গ্রহণের পর ২৭ আগস্ট মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়।
যদিও ২৪ জন আসামি এখনো পলাতক, তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত চারজন আইনজীবী শুনানি পরিচালনা করছেন।
৩০ জুন মামলার অভিযোগপত্র আমলে নেওয়া হয় এবং ২৪ জুন তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। এরপর ধাপে ধাপে বিভিন্ন আসামির পক্ষে পৃথক শুনানি অনুষ্ঠিত হয়।
এনজে