ব্যাংক ঋণ কেন্দ্রীভূত ঢাকা ও চট্টগ্রামে

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-১২-০৯ ১৫:৩৪:০৫


  • ঢাকা বিভাগে ৬৭.৫৬ শতাংশ
  • চট্টগ্রাম বিভাগে ১৯.৪১ শতাংশ
  • খুলনা বিভাগে ৩.৭২ শতাংশ
  • রাজশাহী বিভাগে ৩.৬৯ শতাংশ
  • বরিশাল বিভাগে ১.০৮ শতাংশ
  • সিলেট বিভাগে ১.০৪ শতাংশ
  • রংপুর বিভাগে ২.২৭ শতাংশ
  • ময়মনসিংহ ১.২৪ শতাংশ

ব্যাংক খাতের মোট ঋণের বড় অংশই কেন্দ্রীভূত হয়ে আছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। আর এসব ঋণের ৬৭ দশমিক ৫৬ শতাংশ ঢাকা বিভাগে এবং ১৯ দশমিক ৪১ শতাংশ ঋণ বিতরণ করা হয়েছে চট্টগ্রাম বিভাগে।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

তথ্য বলছে, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ৪১ হাজার ৭৪৪ কোটি টাকা। আর জুন শেষে ছিল ১৭ লাখ ৩৪ হাজার ১৭২ কোটি টাকা। সেই হিসাবে তিন মাসে ব্যাংক খাতে ঋণ বিতরণ বেড়েছে ৭ হাজার ৫৭১ কোটি বা শূন্য দশমিক ৪৪ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ঢাকা বিভাগ ব্যাংক খাতের বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১ লাখ ৭৬ হাজার ৭৭৪ কোটি টাকা। যা ব্যাংক খাতে মোট বিতরণকৃত ঋণের ৬৭ দশমিক ৫৬ শতাংশ।

গত জুন প্রান্তিকের তুলনায়ও ঢাকা বিভাগে বেড়েছে ব্যাংকগুলোর ঋণ বিতরণ। জুন শেষে এই বিভাগে ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের পরিমাণ ছিল ১১ লাখ ৬৯ হাজার ৬৮ কোটি টাকা। যা মোট বিতরণকৃত ঋণের ৬৭ দশমিক ৪১ শতাংশ।

সংশ্লিষ্টরা জানান, ব্যাংক ঋণের বড় অংশই ঢাকা-চট্টগ্রামে কেন্দ্রীভূত হওয়ায় জাল-জালিয়াতির বেশির ভাগই ঘটেছে এসব এলাকায়। আবার বেশির ভাগ ব্যাংক শাখা বা ব্যবসাকেন্দ্র সমপ্রসারণ হচ্ছে এ দুই বিভাগকে কেন্দ্র করে। অন্যান্য বিভাগে ঋণ কার্যক্রম বাড়াতে বিভিন্ন সময়ে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে কীভাবে অন্যান্য বিভাগে বাড়ানো যায়, সে বিষয়ে একটি কর্মসূচি চলমান।

তথ্যানুযায়ী, ব্যাংকগুলোর ঋণ বিতরণে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ। চলতি বছরের সেপ্টেম্বর শেষে চট্টগ্রাম বিভাগে ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৩৮ হাজার ৪৪ কোটি টাকা। যা ব্যাংক খাতে মোট বিতরণকৃত ঋণের ১৯ দশমিক ৪১ শতাংশ।

তবে গত জুন প্রান্তিকের তুলনায় চট্টগ্রাম বিভাগে ব্যাংকগুলোর ঋণ বিতরণ কমেছে। জুন শেষে এই বিভাগে ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের পরিমাণ ছিল ৩ লাখ ৩৬ হাজার ৯৪২ কোটি টাকা। যা মোট বিতরণকৃত ঋণের ১৯ দশমিক ৪৩ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে খুলনা বিভাগে ব্যাংক খাতের বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬৪ হাজার ৭৩১ কোটি টাকা। যা ব্যাংক খাতে মোট বিতরণকৃত ঋণের মাত্র ৩ দশমিক ৭২ শতাংশ।

তথ্য বলছে, চলতি বছরের সেপ্টেম্বর শেষে রাজশাহী বিভাগে ব্যাংক খাতের বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬৪ হাজার ২৭৩ কোটি টাকা। যা ব্যাংক খাতে মোট বিতরণকৃত ঋণের মাত্র ৩ দশমিক ৬৯ শতাংশ।

তথ্যানুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে বরিশাল বিভাগে ব্যাংক খাতের বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৬৪ কোটি টাকা। যা ব্যাংক খাতে মোট বিতরণকৃত ঋণের মাত্র ১ দশমিক শূন্য ৮ শতাংশ।

এছাড়া, চলতি বছরের সেপ্টেম্বর শেষে সিলেট বিভাগে ব্যাংক খাতের বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৯৮ কোটি টাকা। যা ব্যাংক খাতে মোট বিতরণকৃত ঋণের মাত্র ১ দশমিক শূন্য ৪ শতাংশ।

আর চলতি বছরের সেপ্টেম্বর শেষে রংপুর বিভাগে ব্যাংক খাতের বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ হাজার ৫১৭ কোটি টাকা। যা ব্যাংক খাতে মোট বিতরণকৃত ঋণের মাত্র ২ দশমিক ২৭ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে মায়মনসিংহ বিভাগে ব্যাংক খাতের বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২১ হাজার ৫৩৯ কোটি টাকা। যা ব্যাংক খাতে মোট বিতরণকৃত ঋণের মাত্র ১ দশমিক ২৪ শতাংশ।

এএ