

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৮০ পয়সা বা ১০.০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সেন্ট্রাল ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৬২ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ইনটেক লিমিটেডের দর বেড়েছে ২ টাকা ৮২ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনারগাঁও টেক্সটাইল, আনোয়ার গ্যালভানাইজিং, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, ইস্টার্ন কেবলস, আরডি ফুড, ইস্টার্ন ইন্স্যুরেন্স এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ।
এএ