মুক্তি পেল অহনিশ ফিল্মের ‘অমাবস্যা’
আপডেট: ২০১৭-০৪-০৫ ১৪:৪৫:৪২
সৌন্দর্য কি? এই প্রশ্ন হাজার বছর ধরে মানুষের মনে। আর নারীর সৌন্দর্য? ফিল্মে, নাটকে, এডে নারীর সৌন্দর্যকে যেভাবে প্রট্রেইট করা হয় তাতে করে একটা অধঃরা সৌন্দর্যের সংজ্ঞাকে জনপ্রিয় করে তোলা হচ্ছে, যে আর্টিফিশিয়াল সৌন্দর্য কেবল মাত্র ফটোশপ করেই পাওয়া সম্ভব। আর এই আফসোসে এদেশের হাজার হাজার মেয়েরা এক ধরনের ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে।
এই বিষয়কে সামনে রেখেই অহনিশ ফিল্মের ব্যানারে আন্তর্জাতিক এওয়ার্ড প্রাপ্ত প্রতিশ্রুতিশীল ফিল্ম মেইকার শারমিন চৌধুরী নির্মান করেছেন “অমাবস্যা” ফিল্মটি।
ফেইসবুক ও ইউটিউবে এক যোগে মুক্তি পেয়েছে ফিল্মটি। আপলোডের কয়েক ঘণ্টার মধ্যেই ফিল্মটি দর্শকদের ভালোলাগার ফিল্মে রূপ নিয়েছে। সবাই তার বন্ধুদের সঙ্গে শেয়ার করছে।
পরিচালক শারমিন চৌধুরী বলেনঃ সমাজে চামড়ার সাদা রঙ্গকেই সুন্দর বলে যে চলমান ধারনা আছে তা ভেঙ্গে মনের সৌন্দর্যই আসল সৌন্দর্য এমন বিষয়কে সামনে নিয়ে এসেছে চলচ্চিত্রটি। এখানে অভিনয় করেছে চট্টগ্রাম বিষয়বিদ্যালয়ের নাট্যকলার শিক্ষার্থী অথৈ, নিয়মিত টেলিভিশন মিডিয়ার মুখ উৎস খান, এবং মিতিশা ও সাবিনা ইয়াসমিন।
সমাজের মানুষদের জন্য কল্যাণকর চিন্তাকে ছড়িয়ে দিতে অহনিশের এই প্রচেষ্টার সঙ্গে থাকতে চাইলে এবং অহনিশ ফিল্মসের নিয়মিত আপডেট পেতে তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।
সানবিডি/ঢাকা/এসএস