ইসরায়েলের ওপর চাপ বাড়াতে হামাসের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৫-১২-১০ ০৮:৫৭:৩১


দখলদার ইসরায়েলি বাহিনী চুক্তি লঙ্ঘন অব্যাহত রাখায় ‍যুদ্ধবিরতি এগোতে পারবে না বলেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস । পাশাপাশি গাজার কর্তৃপক্ষ জানিয়েছে, অক্টোবর থেকে কার্যকর হওয়ার পর এই যুদ্ধবিরতি অন্তত ৭৩৮ বার লঙ্ঘিত হয়েছে।

হামাসের কর্মকর্তা হুসাম বাদ্রান মধ্যস্থতাকারীদের কাছে ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন যাতে তারা তাদের বিদ্যমান প্রতিশ্রুতিগুলো সম্পূর্ণভাবে বাস্তবায়ন করে।

বাদ্ৰান বলেন, ‘যতদিন (ইসরায়েলি) দখলদারিত্ব চুক্তি লঙ্ঘন অব্যাহত রাখবে এবং তাদের প্রতিশ্রুতি এড়িয়ে চলবে, ততদিন পরবর্তী ধাপ শুরু হতে পারে না।’

১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি মূলত গাজায় আটক ইসলায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েলে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি এবং গাজা থেকে ইসরায়েলি সামরিক বাহিনীর আংশিক প্রত্যাহার নিয়ে ছিল।

তবে পরবর্তী ধাপের মধ্যে গাজার ভবিষ্যতের প্রশাসন, একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর সম্ভাব্য মোতায়েন এবং একটি ‘বোর্ড অফ পিস’ নামে অভিহিত কাঠামোর প্রতিষ্ঠা – এই বিষয়গুলো এখনো অমীমাংসিত রয়ে গেছে।

এদিকে, ইসরায়েলি আক্রমণ অব্যাহত থাকায় ফিলিস্তিনি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ বাড়ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি আক্রমণে অন্তত ৩৭৭ জন নিহত এবং ৯৮৭ জন আহত হয়েছেন।

এনজে