বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন সিইসি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-১২-১০ ১২:৫১:৪৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আজ বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে রওনা করেন তিনি।
তার সঙ্গে চারজন নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ রয়েছেন।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।
এর আগে, গত ৭ ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের ভাষণ রেকর্ড করার জন্য আজ বাংলাদেশ টেলিভিশন ও বাংলদেশ বেতারকে ডাকা হয়েছে। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করতে পারেন সিইসি। সেক্ষেত্রে আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













