নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে চীনা ভাষা ও সংস্কৃতি শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয় । বুধবার এ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড.আনোয়ার হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান ও নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মো.আব্দুল্লাহ ।
গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক, গবেষক ও চীনা ভাষার প্রমোটর লেঃ কর্ণেল (অব:) শাহাদাৎ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপ-উপাচার্য ও বিশিষ্ট লালন গবেষক প্রফেসর ড. আনোয়ারুল করিম, ট্রেজারার মো: আনোয়ার হোসাইন, লেঃ কর্ণেল (অব:) একতেদার আহমেদ সিদ্দিকী, পরিচালক, উন্নয়ন ও আর্ন্তজাতিক বিষয় ও রেজিস্ট্রার মো:রাশিদুল ইসলাম ।
প্রধান অতিথি ড. আবু ইউসুফ মো.আব্দুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, বর্তমানে বাংলাদেশ ও চীনের মধ্যে সৌর্হাদ্যপূর্ন সম্পর্ক বিদ্যমান। দু দেশের বানিজ্যিক সম্পর্ক গভীর থেকে গভীরতর হচ্ছে। চীন বর্তমান বিশ্বের পরাশক্তি। তিনি শিক্ষার্থীদের চীনা ভাষা ও সংস্কৃতির সাথে আরো বেশী করে পরিচিত হতে আহবান জানান। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যেদের মধে বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।