

স্থানীয় সরকার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা আদিলুর রহমান খান। আর পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মন্ত্রীপরিষদের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গতকাল বুধবার নির্বাচনে অংশ নেয়ার জন্য তথ্য মন্ত্রণালয় থেকে মাহফুজ আলম এবং স্থানীয় সরকার ও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া পদত্যাগ করেন। আজ এসব মন্ত্রণালয়ের দায়িত্ব মন্ত্রীপরিষদের দুই উপদেষ্টাকে দেয়া হলো।
বিএইচ