ময়লার গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত

আপডেট: ২০২৫-১২-১২ ১০:০৫:১৩


সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় রাজধানীর ডেমরার মিনি কক্সবাজার রোডে (ধার্মিকপাড়) মোটরসাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন।  আজ শুক্রবার ভোর আনুমানিক সোয়া ৪টায় এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন–আইইউবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহসিন তপু (২৫) এবং ইউআইইউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইরাম হৃদয় (২৩)।

এ বিষয়ে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল হাওলাদার বলেন, ‘সিটি করপোরেশনের ময়লার গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনার পর পর মোটরসাইকেলে থাকা গুরুতর আহত  দুজনকে তাদের সঙ্গে থাকা অন্যরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় সিটি করপোরেশনের ময়লার গাড়িটিকে জব্দ করে থানায় রাখা হয়েছে। চালক পালিয়ে গেছে। তাকে ধরার চেষ্টা করা হচ্ছে।’

তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে তাহসিনকে পরীক্ষা-নিরীক্ষার পর ভোর ৪টা চল্লিশ মিনিটে  মৃত ঘোষণা করেন। অপর জন, ইরাম হৃদয় চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টা পঁয়ত্রিশ মিনিটে মারা যান। মরদেহ দুটি হাসপাতাল মর্গে রয়েছে।

নিহত তাহসিন ডেমরার সানারপাড়া এলাকার বাবুলের ছেলে। ইরামের বাসা চিটাগং রোড বলে জানা গেছে।

এনজে