পঞ্চগড়ে ৯ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-১২-১২ ১১:০২:৫২

টানা তীব্র শীতে কাঁপছে হিমালয়ের নিকটবর্তী জেলা পঞ্চগড়। বেশ কয়েক দিন ধরে এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। ফলে স্থবির হয়ে পড়েছে জনজীবন। আজ শুক্রবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া রেকর্ড করা হয় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে ৬টায় তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে শীত বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা। এ ছাড়া বিপাকে পড়েছেন দিনমজুরেরা। হিম বাতাসের কারণে তারা বাইরে বের হতে পারছেন না।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, ‘সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বইছে জেলায়।
সামনের দিনগুলোতে তাপমাত্রা আরো কমতে পারে।’
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













