মালয়েশিয়া ঘুরতে আসা পর্যটকদের জন্য কুয়ালালামপুর কেন্দ্রিক ফ্রি ওয়াই ফাই ও এয়ারকন্ডিশন সম্বলিত ফ্রি বাস গোকেএল নামে চালুর বছর দেড়েক এর মধ্যে স্মার্ট সেলংগর নামে এই সেবাটি চালু করেন পাশের সেলাঙ্গর রাজ্য সরকারও।
বাসগুলো চলাচল করছে সেলাঙ্গর রাজ্যের বেশ কয়েকটি রুটে। সেবাটি মূলত মালয়েশিয়া ঘুরতে আসা পর্যটকদের জন্য চালু করা। তবে এর দ্বারা বিশেষ উপকার ভোগ করছেন কুয়ালালামপুর বা এর আশে পাশে অবস্থান করা প্রবাসী বাংলাদেশীরা। কারণ বাসটি ফ্রি হওয়াতে তাদের যাতায়াত ভাড়া অনেকটা সাশ্রয় হয়।
সম্প্রতি এই বাস সেবা থেকে বাংলাদেশিদের দূরে রাখতে আহবান জানিয়েছেন সেলাঙ্গরের বর্তমান ক্ষমতাসীন বেরিসান ন্যাশনাল (বি.এন) পার্টির নেতা শাহরুম মোহাম্মদ শরীফ। এ সুবিধা থেকে বিদেশি নাগরিকদের বঞ্চিত করতে সেলাঙ্গরের রাজ্য সরকারকে অনুরোধ জানিয়েছেন তিনি।
মঙ্গলবার সেলাঙ্গর রাজ্য সংসদ ভবনের লবিতে সাংবাদিকদের শাহরুম মোহাম্মদ শরীফ বলেন, আশা করি, সরকার এই ফ্রি বাস সার্ভিসটি বিদেশিদের জন্য বিশেষ করে বাংলাদেশীদের এই সেবা থেকে দূরে রাখবে। বিনামূল্যে এই ফ্রি সেবাটি চালু হয় ২০১৫ সালের জুলাই মাসে। এই সেবাটি যদি বিদেশি শ্রমিকরা নিতে চায় তাহলে তাদের জন্য সর্বনিম্ন একটা ভাড়া নির্ধারণ করা উচিত। বিনামূল্যে এই ফ্রি সেবাটি গ্রহণ করায় আমাদের স্থানীয় ট্যাক্সি চালকরা লোকসানের আশঙ্কায় রয়েছেন।
এদিকে, সেলাঙ্গরের মুখ্যমন্ত্রী দাতুক সেরি মোহাম্মদ আযমিন আলি জানান, এই সেবাটি বিদেশি নাগরিকদের চলমান রাখা হবে। কোনোভাবে এই সেবাটি বন্ধ করবে না সেলাঙ্গরের রাজ্য সরকার। কারণ এখানে কর্মরত বিদেশি শ্রমিকরা মালয়েশিয়ার অর্থনীতিতে বড় অবদান রাখছে। তাদের সঙ্গে কোনো ধরনের বৈষম্য করবেন না। কারণ তারাও রাষ্ট্রের কর্মশক্তির অংশ। যারা আমাদের দেশে বসবাস করছে এবং কাজ করছে তাদেরকে সম্মান করতে হবে। সূত্র: বিডি-প্রতিদিন