সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১২-১৩ ১০:১৩:১৯


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৭ কোটি ০১ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.০৭ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১৩ কোটি ২৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১৭ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা ডমিনেজ স্টীলের ১৩ কোটি ১৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১৪ শতাংশ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খান ব্রাদার্স পিপির ১২ কোটি ০১ লাখ টাকা, ফাইন ফুডসের ১১ কোটি ১৮ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের ১০ কোটি ৭২ লাখ টাকা,বিডি থাই ফুডের ১০ কোটি১৪ লাখ টাকা, এসিএমই পেস্টিসাইডসের ৯ কোটি ৪৫ লাখ টাকা, মুন্নু ফেব্রিক্সের ৭ কোটি ৭৫ লাখ টাকা এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৭ কোটি ৩৬ লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে।

 

এসকেএস