
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জিলবাংলা সুগার মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২৯ দশমিক ৯০ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৭১.৬০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিজেন্ট টেক্সটাইলের শেয়ার দর বেড়েছে ২৯ দশমিক ১৭ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩.১০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর বেড়েছে ২৫ দশমিক ৭৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩২.২০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– নর্দার্ণ জুটের ২৪.৬৭ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ২২.৮৪ শতাংশ, এইচ .আর টেক্সটাইলের ২১.৮৮ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ২০.৮৩ শতাংশ, ইনটেকের ২০.৭৩ শতাংশ, উসমানিয়া গ্লাসের ১৯.৮৭ শতাংশ ও ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৮.৫৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস