পঞ্চগড়ে টানা ৩ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৫-১২-১৩ ১৩:১৮:১৭

হিমালয়ের নিকটবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা তিনদিন মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। ফলে মাঠে-ঘাটে কাজ করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন দিনমজুরেরা।
আজ শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০-১২ কিলোমিটার।
গতকাল শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, বৃহস্পতিবার সকালে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছিল ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে।
এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘টানা তিন দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে অবস্থান করছে এবং এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
আগামী কয়েক দিনে তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।’
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













