দর পতনের শীর্ষে জিল বাংলা সুগার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১২-১৪ ১৫:২৮:৪৮

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে জিল বাংলা সুগার মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৮৪ বারে ৮২ হাজার ৮৫৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩৩ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফাস ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৭ বারে ৬ লাখ ৮০ হাজার ৮৭৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা উসমানিয়া গ্লাসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ২৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৯৪ বারে ৬১ হাজার ২২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে–নর্দার্ণ জুটের ৮.২৪ শতাংশ, শ্যামপুর সুগারের ৭.৯৫ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ৭.৭৯ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৭.৪৯ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৭.২৫ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৭.১৪ শতাংশ ও ফনিক্স ফাইন্যান্সের ৬.৯০ শতাংশ শেয়ার দর কমেছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












