নির্বাচনের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের পরাজিত করা হবে: মির্জা ফখরুল

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-১২-১৪ ১৯:৪৫:৫৮


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন করে যারা ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন নস্যাৎ করতে চায় তাদের আমরা চিনি। ফ্যাসিস্টরা নির্বাচন বানচালের চেষ্টা করছে আর আরেক পক্ষ ধর্মের নামে বিভাজনের চেষ্টা করছে। নির্বাচনের মধ্যদিয়ে ষড়যন্ত্রকারীদের পরাজিত করব আমরা।

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার চেষ্টা করা হয়, একটা ভয় শুরুর চেষ্টা করা হয়েছে। গণতন্ত্রের সৈনিকদের ভয় দেখিয়ে চুপ করিয়ে দিতে চায় ষড়যন্ত্রকারীরা।

এর আগে কাকরাইলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, আসন্ন নির্বাচনে দুইটা শক্তি আছে। একটা উদার গণতন্ত্রপন্থি শক্তি। আরেকটা পিছিয়ে পড়া শক্তি। যারা ধর্মের নামে দেশকে বিভক্ত করতে চায়, সেই শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠছে, যেভাবে উঠেছিল ১৯৭১ সালে। তারা এখন এমনভাব দেখাচ্ছে যে, তারা নতুন বাংলাদেশ বির্নিমাণ করবে।

নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ যখন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছে সেই সময় আবার নতুন করে দেশের শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব।

 বিএইচ