জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বের সেরা আহাম্মক বলে অভিহিত করেছে। জঙ্গি সংগঠনটির মুখপাত্র আবিল আল হাসান আল মুজাহের বলেন, ট্রাম্প হচ্ছেন একজন সেরা আহাম্মক। তার পরিচালনায় মার্কিন যুক্তরাষ্ট্র ডুবতে বসেছে।
গত মঙ্গলবার সোশ্যাল মিডিয়া অ্যাপ টেলিগ্রামে উন্মুক্ত করা এক অডিওবার্তায় বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র তুমি ডুবতে বসেছ, তোমাকে বাচানোর কেউ নেই। পৃথিবীর সবপ্রান্তে (আইএস) খেলাফতের সেনাদের শিকার হবে তোমরা। তোমরা খেলাপি হয়ে পড়েছ এবং তোমাদের শেষটা সবাই পরিষ্কার দেখতে পাচ্ছে। ট্রাম্পকে উদ্দেশ্য করে আরো বলা হয়, এটা প্রমাণিত হচ্ছে যে, তোমরা (মার্কিনীরা) এক আহাম্মককে নির্বাচিত করেছ, যে ইরাক-সিরিয়া কিংবা ইসলাম সম্পর্কে কিছুই জানে না।
সানবিডি/ঢাকা/এসএস