
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮০৬ বারে ২৭ লাখ ৪১ হাজার ৯০০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৯৬ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা রিলায়েন্স ওয়ানের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৩৮ শতাংশ। ফান্ডটির ৮৯৪ বারে ১৩ লাখ ৫৪ হাজার ৩৯৪ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ১৫ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা কুইন সাউথের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ০২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৪৪ বারে ৩৬ লাখ ১২ হাজার ৫৬৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৪৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – ওয়াটা কেমিক্যালের ৪.৯৬ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৩.৫৮ শতাংশ, ইনটেকের ৩.১৬ শতাংশ, সিএপিএম আইবিবিএল ফান্ডের ২.৭৮ শতাংশ, এমবিএল ফার্স্ট ফান্ডের ২.৭০ শতাংশ, ইউসিবির ২.০৪ শতাংশ ও সায়হাম টেক্সটাইলের ২ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস