দর পতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১২-১৫ ১৫:৩৪:০২

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এএফসি অ্যাগ্রো লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৪৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১০১ বারে ১ লাখ ২৪ হাজার ৩৪৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফেমিলিটেক্স বিডির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৪ বারে ২ লাখ ৩১ হাজার ৮৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ১৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬২ বারে ১৫ হাজার ৮৫৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- এশিয়াটিক ল্যাবের ৬.৩৬ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৬.২৫ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ৫.৯৩ শতাংশ, এইচ.আর টেক্সটাইলের ৫.৮২ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৫.৮১ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৫.৭১ শতাংশ ও জিল বাংলা সুগারের ৫.৪৪ শতাংশ শেয়ার দর কমেছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











