রাতে থাকার প্রস্তাব প্রত্যাখ্যান করা কি অপরাধ : সারিকা

প্রকাশ: ২০১৭-০৪-০৬ ১২:১২:৩০


Sarika2শুটিং ডেট এর একদিন আগে ক্লায়েন্ট এর গাড়ি করে মানিকগঞ্জ (যেখানে এক ঘণ্টার প্লাস সময় লাগে আমার বাসা থেকে যেতে) যাওয়া এবং আগেরদিন দিন এবং রাত সেখানে তার সাথে থাকার প্রস্তাব প্রত্যাখ্যান করাটা কি কোনো অপরাধের খাতায় পড়ে? এটা কি অপেশাদারিত্ব? ওয়েল উইশার প্লিজ শেয়ার ইওর ভিউ।

জনপ্রিয় মডেল অভিনেত্রী সারিকার স্ট্যাটাস এটি। গতকাল বুধবার সন্ধ্যায় তিনি ফেসবুকে এমনই একটি স্ট্যাটাসে চমকে দেন সবাইকে। কারও নাম উল্লেখ না করলেও নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের একটি বিজ্ঞাপনের মানিকগঞ্জে শুটিং ছিল তাঁর।

Sarika

এদিকে, সারিকাকে একাধিকবার ফোনে না পেয়ে শেষ পর্যন্ত পূর্ণিমাকে দিয়ে কাজটি করানো হয় বলে জানিয়েছেন নির্মাতা আরিয়ান।  তিনি জানান, সারিকার সঙ্গে কথা ছিল আগেরদিন (মঙ্গলবার) সন্ধ্যায় ইউনিটের গাড়িতে মানিকগঞ্জে যাওয়ার পর আমরা একটা রিহার্সেল করবো। এরপর ভোরেই শুটিং করবো। কিন্তু সন্ধ্যায় তো নয়ই ওই দিন রাত ১টা পর্যন্ত সারিকার সঙ্গে ফোনে যোগাযোগ করে না পেয়ে লোকসানের ভয়ে পূর্ণিমা আপাকে চূড়ান্ত করি। তাকে নিয়েই শুটিং করা হলো।