যুক্তরাজ্য বিএনপির আংশিক কমিটি গঠন
সানবিডি২৪ প্রকাশ: ২০২৫-১২-১৫ ১৯:১২:১৯

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার কমিটি বিলুপ্ত করে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে আবুল কালাম আজাদকে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন খসরুজ্জামান খসরু।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শিগগিরই যুক্তরাজ্য বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।
দলীয় সূত্র জানায়, যুক্তরাজ্য বিএনপির সদ্য বিলুপ্ত কমিটি গঠিত হয়েছিল ২০১৯ সালে। প্রায় পাঁচ বছর ধরে একই নেতৃত্বে সেখানে দলীয় কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ দেশের রাজনীতিতে সক্রিয় হয়ে পড়েন।
এ প্রেক্ষাপটে যুক্তরাজ্যে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন কমিটি গঠনের দাবি জানিয়ে আসছিল বিএনপির একাংশ। এরই ধারাবাহিকতায় বর্তমান কমিটি বিলুপ্ত করে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হলো।
এম এ মালিক সিলেট-৩ আসনে এবং কয়সর এম আহমদ সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













