আরডিএম ইন্টারন্যাশনাল স্কুলে বিজয় দিবস উদযাপন

প্রতিনিধি প্রকাশ: ২০২৫-১২-১৬ ২২:০৫:৫২


খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকার ১ম ফেইজে অবস্থিত আর,ডি,এম ইন্টারন্যাশনাল স্কুলে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিদ্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য বিজয়দিবসের র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।

র‌্যালী শেষে খুলনার প্রাণকেন্দ্র শিববাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিজয় দিবস উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে দেশাত্মবোধক গান, আবৃত্তি, আর্ট প্রতিযোগিতা ও হ্যান্ড রাইটিং প্রতিযোগিতাসহ নানা আয়োজন পরিবেশিত হয়। শিক্ষার্থীদের পরিবেশনায় মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও বিজয়ের তাৎপর্য সুন্দরভাবে ফুটে ওঠে। ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আর,ডি,এম ইন্টারন্যাশনাল স্কুলের সভাপতি জুনায়েদ বিন জামান। এতে সভাপতিত্ব করেন ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের চেয়ারম্যান রুবায়েত বিন জামান।

এছাড়াও অনুষ্ঠানে আর,ডি,এম ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক মণ্ডলি এবং খুলনা মহানগরীর বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের পরিবেশনা উপভোগ করেন ও তাদের উৎসাহ প্রদান করেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা বলেন, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বিজয়ের চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর,ডি,এম ইন্টারন্যাশনাল স্কুলে ভবিষ্যতেও শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

 

এসকেএস