প্যারামাউন্ট টেক্সটাইলের আইসিএসবি জাতীয় পুরষ্কার অর্জন
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-১২-১৭ ১৩:১৮:০৭

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি “টেক্সটাইল এবং আরএমজি ক্যাটাগরিতে” স্বচ্ছ করপোরেট গভর্নেন্স এবং কোম্পানীর সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করার স্বীকৃতিস্বরুপ ”আইসিএসবি জাতীয় পুরষ্কার-২০২৪” স্বর্ণ পদক অর্জন করেছে।
উক্ত প্রতিষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর কাছ থেকে কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক সাদাব হোসেন কোম্পানীর পক্ষে ”আইসিএসবি জাতীয় পুরষ্কার-২০২৪” স্বর্ণ পদক গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, অর্থ মন্ত্রনালয়ের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার, বাণিজ্য মন্ত্রনালয়ের সচিব মাহবুবুর রহমান এবং এফআরসির চেয়ারম্যান ড. মোঃ সাজ্জাদ হোসেন ভুঁইয়া।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













