দর বৃদ্ধির শীর্ষে ডমিনেজ স্টিল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১২-১৭ ১৫:২২:৩১


সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৭৮ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ১৪৩ বারে ৯৪ লাখ ৮১ হাজার ১২২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৭ কোটি ৫৭ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা সায়হাম টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ৭০৫ বারে ১৬ লাখ ৪৯ হাজার ৪৪৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৫৭ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা জেনেক্স ইনফোসিসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৭২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৬২ বারে ১৩ লাখ ৯১ হাজার ৬৯২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৫১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – সায়হাম কটনের ৩.২১ শতাংশ, রহিম টেক্সটাইলের ২.৭২ শতাংশ, সিএপিএম আইবিবিএল ফান্ডের ২.৭০ শতাংশ, আইসিবি ৩য় এনআরবি ফান্ডের ২.৫০ শতাংশ, মুন্নু সিরামিকের ১.৯৯ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ১.৮০ শতাংশ ও দেশবন্ধু পলিমারের ১.৭৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।

 

এসকেএস