সিডিবিএলের এজিএম অনুষ্ঠিত, লভ্যাংশ অনুমোদন

সানবিডি২৪ প্রকাশ: ২০২৫-১২-১৭ ১৯:০২:৩০


সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এর ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) ঢকা স্টক এক্সচেঞ্জের মাল্টিপারপাস হল অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সিডিবিএল-এর পরিচালনা পর্ষদের সদস্য এ কে এম হাবিবুর রহমান।

সভায় উল্ল্যেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারের উপস্থিতিতে ২২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

সাধারণ সভায় সিডিবিল-এর পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ নাসের এজাজ বিজয়, রাশেদ আহমেদ চৌধুরী, মো: শাকিল রিজনী, নিরঞ্জন চন্দ্র দেবনাথ, এফসিএমএ, মোঃ হারুন-অর-রশিদ, নাসির উদ্দিন আহমেদ (পাভেল), মোঃ আবদুল মোতালেব, ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও উপস্থিত ছিলেন। এ ছাড়া সিডিবিএল এর বহি: নিরীক্ষক একনাবিন, চার্টার্ড অ্যাকান্ট্যান্টস এর প্রতিনিধি এবং সিএফও এন্ড কোম্পানি সেক্রেটারি মুহাম্মদ শহিদুল ইসলাম, এফসিএ, এফসিএস উপস্থিত ছিলেন।

এএ