ডিএমপির অভিযানে ঢাকায় একদিনে গ্রেফতার ৩৯২
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-১২-১৮ ০৮:৩৭:১৪

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৯২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫ জন সক্রিয় নেতাকর্মী ও ৩৭৭ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও এজাহারভুক্ত ব্যক্তি।
বুধবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
এ ব্যাপারে তিনি বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশে পুলিশের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। এছাড়া, সন্দেহভাজন যানবাহন তল্লাশি ও জননিরাপত্তার স্বার্থে বুধবার রাজধানীর প্রবেশ ও বহির্গমন ১১টি স্থানে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়।
এ সময় ৭৬৯টি বিভিন্ন ধরনের যানবাহন তল্লাশি করা হয় এবং পাঁচ জনকে গ্রেফতার করা হয়।
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ডিএমপির চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













