সিরাজগঞ্জে নাশকতার মামলায় আ.লীগের ২ ইউপি সদস্য গ্রেফতার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-১২-১৮ ১১:৩৫:৪১

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট দুই ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন—হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম মোল্লা এবং একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক ময়েন আলী।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ও বুধবার (১৭ ডিসেম্বর) ভোরে নিজ নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। নাশকতার মামলায় তারা আত্মগোপনে ছিলেন বলে দাবি পুলিশের। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এবং পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অন্যদিকে, গ্রেফতারকৃতদের পরিবারের সদস্যদের দাবি, তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই। রাজনৈতিক পরিচয়ের কারণে পুলিশ তাদের গ্রেফতার করেছে।
এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













