দর বৃদ্ধির শীর্ষে বিডি থাই ফুড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১২-১৮ ১৫:২৪:৪৫


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৮৮ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ১৭০ বারে ৩৫ লাখ ৪২ হাজার ৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৯৫ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা বঙ্গজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ১৬ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৮২ বারে ৩ লাখ ৬৭ হাজার ৫০১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৭৭ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা ডিবিএইচ ফার্স্ট ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৬২ শতাংশ। ফান্ডটি ৩৭৬ বারে ৬ লাখ ৮১ হাজার ৭১ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –ওয়াটা কেমিক্যালের ৪.৫২ শতাংশ, রিল্যায়েন্স ওয়ান ফান্ডের ৩.৩১ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের ২.৭২ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২.৬৪ শতাংশ, এনসিসি ব্যাংক ফান্ড ওয়ানের ২.৫৬ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকের ২.৫০ শতাংশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ২.৪১ শতাংশ শেয়ার দর বেড়েছে।

 

এসকেএস