
বাংলাদেশ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউটের (আইসিএমএবি) ১৫তম বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি।
“টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে” স্বচ্ছ করপোরেট গভর্নেন্স, অর্থনৈতিক স্বচ্ছতা এবং কোম্পানীর সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছ ও সুশাসন নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড অর্জন করেছে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এর কাছ থেকে প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি এর ডিএমডি সাদাব হোসেন কোম্পানীর পক্ষে স্বর্ণ পদক গ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনবিআর এর চেয়ারম্যান মো: আব্দুর রহমান খান এফসিএমএ, বাণিজ্য মন্ত্রনালয়ের সচিব মাহবুবুর রহমান এবং এফআরসির চেয়ারম্যান ড. মোঃ সাজ্জাদ হোসেন ভুঁইয়া।
এসকেএস