দর পতনের শীর্ষে আরএসআরএম স্টিল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১২-১৮ ১৫:৪২:২৯

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আরএসআরএম স্টিল লিমিটেড ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৭৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১২৪ বারে ১ লাখ ২৫ হাজার ৮৬৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সুহৃদ ইন্ডাস্ট্রিজের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৩৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫১ বারে ৬৫ হাজার ৭৪৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা শ্যামপুর সুগারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ১৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪০৭ বারে ২৪ হাজার ৭৩৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –নুরানি ডাইংয়ের ৫.০০ শতাংশ, এসকে ট্রিমসের ৫.০০ শতাংশ, অ্যাপোলো ইস্পাতের ৪.৭৬ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৪.৬৯ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৪.৬৭ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৪.৬৫ শতাংশ ও জেনারেশন নেক্সট ফ্যাশনের ৪.৩৫ শতাংশ শেয়ার দর কমেছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











