বাংলাদেশ আওয়ামী যুবলীগ চাঁদপুর সদর উপজেলা, চাঁদপুর পৌর ও হাইমচর উপজেলা কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়্যারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ স্বাক্ষরিত এ তিন কমিটি গত ৪ এপ্রিল অনুমোদন দেয়া হয়। তিন কমিটির প্রত্যেকটিই ২১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। তাদেরকে আগামী ৯০ দিনের জন্যে অনুমোদন দেয়া হয়।
এ সময়ের মধ্যে সকল ওয়ার্ড ও ইউনিয়ন শাখার সম্মেলন সম্পন্ন করে উপজেলা ও পৌর শাখার সম্মেলন সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়। সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হচ্ছেন সাবেক জেলা ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির সুমন। দুজন যুগ্ম আহ্বায়ক হচ্ছেন শিমুল হাসান সামনু ও তাজুল ইসলাম তাজু। ১৮ জন সদস্য হচ্ছেন : মোস্তফা মাল, তাফাজ্জল হোসেন তাফু, আব্দুল খালেক শেখ, শাহজাহান পাঠান, ইলিয়াস হাওলাদার, মোরশেদ আলম মিয়া, ইকবাল হোসেন পলাশ, মহসিন পালোয়ান, মফিজুল ইসলাম ঢালী, মনির হোসেন ঢালী, শাহজালাল বন্দুকসী, জাহাঙ্গীর কবির কিশোর, আবুল হাসান নয়ন গাজী, সেলিম মাল, ফারুক হোসেন বেপারী, ফরিদ আহম্মেদ খান, রাসেল কাজী ও শাহজাহান মোল্লা।
চাঁদপুর পৌর যুবলীগের আহ্বায়ক হচ্ছেন আবদুল মালেক শেখ। দু'জন যুগ্ম আহ্বায়ক হচ্ছেন শফিকুল ইসলাম ও ইকবাল হোসেন পাটওয়ারী বাবু। ১৮জন সদস্য হচ্ছেন : কামরুল হোসেন টিটু, শামীম গাজী, জাহাঙ্গীর খন্দকার, প্রকাশ পাল, নূর রহমান এনার, রাজীব চৌধুরী, জাহাঙ্গীর ঢালী, আবুল বারাকাত লিজন, কবির হোসেন চৌধুরী, শিপন পাটোয়ারী, ওমর ফারুক আজমির, আসাদুজ্জামান সুমন, কালা ব্যাপারী, গৌতম ঘোষ, স্বপন পাটোয়ারী, মহন হাওলাদার, নজরুল ইসলাম ও মাহাবুবুর রহমান সোহাগ।
হাইমচর উপজেলা যুবলীগের আহ্বায়ক হচ্ছেন জাহাঙ্গীর হোসেন বেপারী। দু'জন যুগ্ম আহ্বায়ক হচ্ছেন এসএম আল
মামুন সুমন ও কামরুল ইসলাম। ১৮ জন সদস্য হচ্ছেন : নাজির রায়হান, পারভেজ হাওলাদার, মিজান মুন্সী, ইসমাইল আকন্দ, মতিন মুন্সী, হুমায়ুন কবির বেপারী, দেওয়ান মোহাম্মদ হানিফ, শিমুল চোকদার, নাছির পেদা, জুয়েল মৃধা, কাউছার বেপারী, বেনিয়ামিন গাজী, শফিক পাটোয়ারী, শাহজাহান মেম্বার, পলাশ পাটোয়ারী, হাফেজ ছৈয়াল, মিন্টু পাটওয়ারী ও মনির গাজী মেম্বার।