ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে বিক্ষোভ অব্যাহত
সানবিডি২৪ প্রকাশ: ২০২৫-১২-১৯ ১২:২৭:০২

জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে শাহবাগ মোড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া বিক্ষোভে সকাল থেকে যোগ দিতে শুরু করেছেন রাজধানীর বিভিন্ন অংশ থেকে আসা মানুষ। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে উপস্থিতি।
আজ শনিবার সকাল ১১টার দিকে শাহবাগ মোড়ে দেখা যায়, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্র-জনতা শাহবাগে জড়ো হয়ে বিক্ষোভ করছেন। তাদের হাতে জাতীয় পতাকা, হাতে প্লেকার্ড।
এসময় তাদের, ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না,’ ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘এই মুহুর্তে দরকার, বিপ্লবী সরকার’, ‘তুমি কে আমি কে, হাদি, হাদি’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
এদিকে দুপুর আড়াইটায় শাহবাগে ডাকসুর ডাকে আধিপত্যবাদবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













