সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ফাইন ফুডস

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১২-২০ ১০:৩৪:২০


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৫ কোটি ২৭ লাখ ৮০ হাজার  টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৯৪ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ডমিনেজ স্টীলের ১৪ কোটি ২৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৬৯ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের ১০ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৬১ শতাংশ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লাভেলো আইসক্রীমের ৯ কোটি ৩৪ লাখ টাকা, মুন্নু ফেব্রিক্সের ৯ কোটি ২৬ লাখ ৭০ হাজার টাকা, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৯ কোটি ২৫ লাখ ৪০ হাজার টাকা, সায়হাম কটনের ৮ কোটি ৯৬ লাখ ৭০ হাজার টাকা, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ৮ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা, রহিমা ফুডের ৬ কোটি ৬৭ লাখ ৪০ হাজার টাকা এবং একমি পেস্টিসাইডসের ৬ কোটি ৫৩ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

এসকেএস