
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ২০ দশমিক ৭৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৬০.৪০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জিলবাংলা সুগার মিলসের শেয়ার দর কমেছে ১৭ দশমিক ৩৭ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৪১.৮০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এএফসি অ্যাগ্রোর শেয়ার দর কমেছে ১৬ দশমিক ৯৫ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৪.৯০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খান ব্রাদার্সের ১৬.৬৪ শতাংশ, ফাস ফাইন্যান্সের ১৬.০৫ শতাংশ, আরএসআরএম স্টিলের ১৫.৩৮ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ১৪.৪৯ শতাংশ, নর্দার্ণ জুটের ১৪.৪১ শতাংশ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ১৪.২৯ শতাংশ ও সিভিও পেট্রোর ১৩.৯৩ শতাংশ শেয়ার দর কমেছে।
এসকেএস