শহীদ ওসমান হাদির জানাজা
কানায় কানায় পূর্ণ মানিক মিয়া অ্যাভিনিউ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-১২-২০ ১৩:৫২:০৯

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে আজ দুপুর দুইটায়। শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই দলে দলে আসছে মানুষ। দুপুর ১টা থেকে কানায় কানায় পূর্ণ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ।
এদিকে, জানাজায় অংশ নিতে আসা মানুষদের চেক করতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীও। দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা বলছেন, হাদির জানাজাস্থল আশপাশের খামার বাড়ি, ফার্মগেট ও মিরপুর-ধানমন্ডি পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে।
ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ইসলামী দলের লোকজনকে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
বিএইচ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













