দর বৃদ্ধির শীর্ষে রহিম টেক্সটাইল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১২-২১ ১৫:৩৫:০৬

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রহিম টেক্সটাইল মিলস পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৬৯ বারে ১ লাখ ৯২ হাজার ১৩০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩কোটি ৮৮ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা রহিমা ফুড কর্পোরেশনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৭১৭ বারে ৮ লাখ ৬৯ হাজার ২৩৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৬৪ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা দেশ গার্মেন্টসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৮১ শতাংশ। কোম্পানিটি ৭১৩ বারে ১ লাখ ২৬ হাজার ৩১৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –রানার অটোমোবাইলসের ৫.৩৩ শতাংশ, বারাবা পতেঙ্গা পাওয়ারের ৪.৯৬ শতাংশ, ডরিন পাওয়ারের ৪.৮১ শতাংশ, গোল্ডেন হার্ভেস্টের ৪.৮১ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৪.৮০ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪.৪১ শতাংশ এবং কাট্টলী টেক্সটাইলের ৪.৩৯ শতাংশ দর বেড়েছে ।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











